Sunday, October 10, 2010

লিন্ডাও সম্মেলনে অংশগ্রহণের আবেদন...............

জার্মানির লিন্ডাও শহরে প্রতিবছর বসে নোবেল বিজয়ীদের মেলা। একেকবার এককটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। ১৯৫১ সাল থেকে লিন্ডাও শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নোবেল বিজয়ীদের সে সম্মেলনে সারা পৃথিবী থেকে বাছাই করা পাঁচ শতাধিক তরুণ বিজ্ঞানীও যোগ দেন। ২০০৭ সাল থেকে সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এবারও আমাদের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘চিকিৎসা ও জীববিজ্ঞান’।

লিন্ডাওয়ের নিয়মানুসারে বাংলাদেশের প্রতিনিধিদের প্রাথমিকভাবে নির্বাচন করবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে একটি একাডেমিক কমিটি। দেশে নির্বাচিতদের তালিকা পাঠানো হবে জার্মানিতে লিন্ডাও ফাউন্ডেশনে। সেখান থেকে হবে চূড়ান্ত নির্বাচন, যা জানা যাবে আগামী ফেব্রুয়ারিতে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থী ও গবেষকদের মনোনয়ন দেওয়া হবে। ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে ইন্টারনেটে। সম্পর্কিত বিষয়ের গবেষক, শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ফেসবুকে লিন্ডাও বাংলাদেশ গ্রুপে এবং লিন্ডাও বাংলাদেশের ব্লগে বিগত বছরগুলোর অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ করা যাবে। অনলাইনে আবেদনের ঠিকানা
www.lindau-bangladesh.org

Prothom-alo:লিন্ডাও সম্মেলনে অংশগ্রহণের আবেদন
http://www.prothom-alo.com/detail/date/2010-10-10/news/100082

2 comments:

kr said...

Hello,,, dit blog interessant en nuttig people as Thanks very much we love world I like this article

BDNow24 said...

thanks for your post. i really like this